স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে অয়ন শীলের গ্রেফতারির পরই পুরসভা নিয়োগ দুর্নীতির বিষয়টিও সামনে আসে। তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে একাধিক পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে আসে বলে জানান তদন্তকারীরা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।
এবার বিধাননগর পুরসভায় নিয়োগক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠল। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। মামলাকারীর অভিযোগ, বিধাননগর পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মদতে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। প্রায় শতাধিক ব্যক্তিকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে, অভিযোগ এমনটাই। মামলাকারী এই অভিযোগের প্রেক্ষিতে CBI এবং ED তদন্তের আবেদন করেছেন।
সূত্র- এই সময়
বিধাননগর পুরসভায় একাধিক বেআইনি নিয়োগ!

মতামত দিন