মঙ্গলবার লোকসভার শীতকালীন অধিবেশনের আগে সংসদে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে লোকসভার শীতকালীন অধিবেশনে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলগুলি। সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, লোকসভার শীতকালীন অধিবেশনে বিজেপির অপশাসনের বিরুদ্ধে বিরোধীরা যে সুর চড়াবে তা মঙ্গলবারের সর্বদলীয় বৈঠক থেকে পরিষ্কার হয়ে যায়। এদিন সর্বদলীয় বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, কংগ্রেস বেকারত্ব-সহ মূল্যবৃদ্ধি ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে চায়। তিনি আরও জানান, কাশ্মীরি পণ্ডিতদের হত্যার বিষয় নিয়ে কংগ্রেস সংসদে আলোচনায় আগ্রহী। কংগ্রেস নেতা নাসির হুসেন জানান, নির্বাচন কমিশনার নিয়োগ ও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণের বিষয় নিয়ে তাঁরা আলোচনা করতে চান।
প্রসঙ্গত সংসদের শীতকালীন অধিবেশন ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সূত্র- দ্য শিলং টাইমস
মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে লোকসভার শীতকালীন অধিবেশনে আলোচনার দাবি বিরোধীদের

মতামত দিন