একটি ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত একটি কলামে ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বিজেপির গুজরাত মডেলকে তুলোধোনা করেছেন। তিনি বলেন, গুজরাটে ২০-২৪ বছর বয়সী যুবকদের বেকারত্বের হার ১২.৪৯ শতাংশ। গুজরাত মডেল যুব সম্প্রদায়ের কাজ দেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। আসন্ন গুজরাত নির্বাচনের আগে যুবকরা বিশ্রামে আছেন। গুজরাতের ডবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করতেও তিনি ছাড়েননি। ব্যঙ্গের সঙ্গে তিনি বলেন ডবল ইঞ্জিন না চালালে গুজরাতে কিছুই চলে না।
তিনি আরও যোগ করেন, “প্রধানমন্ত্রীর মতে গুজরাত দেশের জন্য একটি মডেল। ভারতবর্ষকে বিশ্বের কাছে মডেল দাবি করা থেকে তিনি মাত্র এক ধাপ দূরে। ডিসেম্বরের শুরুতে আসন্ন গুজরাত নির্বাচনে গুজরাতের মানুষ প্রধানমন্ত্রীর দাবিতে ভোট দেবেন। দুর্ভাগ্যবশত বিশ্বের জনগণ অন্য দাবিতে ভোট দেওয়ার সুযোগ পাবে না। আমি মনে করি এটা তাদের দুর্ভাগ্য।”
প্রাক্তন অর্থমন্ত্রীর বলেন, গুজরাতে বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় আছে। ২০১৬ সাল থেকে তিনজন মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনজনের মধ্যে, সবচেয়ে বেশিদিন দায়িত্ব পালন করেছিলেন বিজয় রূপানি (২০১৬ থেকে ২০২১) তাঁকে দলের অভ্যন্তরের সিদ্ধান্তে পুরো মন্ত্রীপরিষদের সঙ্গে অনাকাঙ্খিতভাবে অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে বেঁধেন পি চিদাম্বরম। উল্লেখ্য, একইরকম ঘটনার নজির কর্ণাটক ও উত্তরাখণ্ডেও আছে।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বেকারত্ব-সহ অন্যান্য ইস্যুতে গুজরাত মডেলকে আক্রমণ চিদাম্বরমের

মতামত দিন