নিজস্ব সংবাদদাতা: কাজ না করেই মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীহাট পঞ্চায়েতের প্রধান শম্পা রায় চৌধুরি, পঞ্চায়েতের সচিব নিত্যানন্দ বর্মণ ও নির্মাণ সহায়ক সত্যেন্দ্র নাথ বর্মণ তুলে নিয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ করা (২১-২২) প্রায় ৮৬ লক্ষ টাকা!
২১ মার্চ এই অভিযোগ লিখিত ভাবে জমা পড়ে মাথাভাঙার মহকুমা শাসকের কাছে। ওই অভিযোগ পত্রে ১৫ জনের স্বাক্ষর রয়েছে। মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল বৈরাগীহাট পঞ্চায়েত এলাকায় নাকি ৪ বার সরেজমিনে তদন্তে এসে সব কিছু ঠিক আছে বলে গেছে এমনটাই দাবি গ্রাম পঞ্চায়েতের প্রধানের।
এদিকে যে ১৫ জন উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন তাঁরাও ফের মহকুমা শাসককে চিঠি দিয়ে জানায় তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে! দাবি পঞ্চায়েত প্রধানের অভিযোগকারিরা তাদের ভুল বুঝতে পেরেই অভিযোগ তুলে নিয়েছে।
ঠিকাদারের কাজ রেগার, পঞ্চায়েতের বোর্ড অন্য প্রকল্পের

মতামত দিন