এলাকায় রয়েছে অনেক কয়লা খনি। কিন্তু তাতেও মিটছে না বেকার সমস্যা। কারণ এই কয়লা খনিগুলিতে সেরকমভাবে চাকরি পাচ্ছেন না স্থানীয় বেকার যুবকরা। সেই খনিগুলিতেই স্থানীয় বেকারদের চাকরি ও এলাকায় পর্যাপ্ত পানীয় জলের দাবিতে খোলামুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন বাউরি সমাজের লোকেরা। মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের খোলামুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বাউরি সমাজের মানুষজন। বিক্ষোভের জেরে এদিন সকাল থেকেই বন্ধ হয়ে যায় খোলামুখ খনির কাজ।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের পাণ্ডবেশ্বর এলাকা পুরোটাই কয়লাখনি অঞ্চল। এই এলাকায় প্রচুর কয়লা খনি রয়েছে। ইসিএল কর্তৃপক্ষ গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থেকে পাণ্ডবেশ্বর থেকেই সব থেকে বেশি কয়লা উত্তোলন করে, কিন্তু আমাদের স্থানীয় আদিবাসী বাসিন্দাদের নিয়ে তাঁদের কোনও মাথাব্যাথা নেই। ইসিএল-এ বাইরের প্রচুর লোক এসে চাকরি করলেও, আমাদের বাউরি সমাজের ছেলেদের কোনও স্থান নেই। অবিলম্বে আমাদের এলাকার কিছু ছেলেকে চাকরি দিতে হবে। এই নিয়েই আমাদের আজকের আন্দোলন”।
পরিস্থিতি সামাল দিতে ঘটনা চলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অবশেষে তাঁর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।
সূত্র – এই সময়
পাণ্ডবেশ্বরে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ

মতামত দিন