নিজস্ব সংবাদদাতা: পৌর পরিষেবা দিতে ব্যর্থ পানিহাটি পৌরসভা। নাগরিকদের অভিযোগ, চলছে ঢালাও দুর্নীতি। ফি বৃদ্ধি হয়েছে সব কাজে। তার উপরে নিয়োগ দুর্নীতি প্রকাশ হয়ে পড়াতে ধৈর্যের বাঁধ ভাঙছে নাগরিকদের।
বুধবার পানিহাটি বামফ্রন্টের আহ্বানে পৌর ভবনের সামন বিক্ষোভ সভা হয়। সমাজের বিভিন্ন অংশের মানুষজন, মহিলা এবং যুবকরা বিপুল সংখ্যায় জমায়েত হন বিক্ষোভ সভায়। চাকরি দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি, পানীয় জল নিকাশি ব্যবস্থার ব্যর্থতা, অস্বাভাবিক ভাবে ট্যাক্স বৃদ্ধি এবং ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি ঘটানোর প্রতিবাদ করা হয়। বিক্ষোভ সভা থেকে দিল্লির শ্রমিক-কৃষক সংঘর্ষ সমাবেশের দাবিগুলি তুলে ধরা হয়।
নিয়োগে দুর্নীতির প্রতিবাদে, পরিষেবা চেয়ে পানিহাটি পৌরসভায় বিক্ষোভ

মতামত দিন