হিমাচল প্রদেশ রাজ্য কংগ্রেসের সভাপতি এবং সাংসদ প্রতিভা সিং শুক্রবার হিমাচলের জোগিন্দরনগর থেকে ‘হাত সে হাত জোড়ো যাত্রা’ শুরু করেন। এআইসিসি সদস্য ও প্রাক্তন সাংসদ রঘুবীর সিং মিনা এই যাত্রায় অংশ নেন।
প্রতিভা সিং বলেন দেশে ক্রমাগত মূল্যবৃদ্ধি ও বেকারত্বের কারণে মানুষ উদ্বিগ্ন। দেশের অর্থনীতি অবস্থা ভয়াবহ। দেশে কাজের সুযোগ নেই। তিনি দলের কর্মীদের ঐক্যবদ্ধ হবার কথা বলেন। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস জনগণের প্রতিশ্রুতি পূরণ করবে।
সূত্র- দ্য ট্রিবিউন
মুদ্রাস্ফীতি, বেকারত্বের ফলে মানুষ বিপাকে পড়ছে: প্রতিভা সিং

মতামত দিন