ত্রিপুরায় বিজেপির শাসনে স্বাস্থ্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। যোগ্য ফার্মাসিস্ট চাকরিপ্রার্থীরা আবারও আগরতলার গোর্খাবস্তি অফিসে স্বাস্থ্য সেবা পরিচালকের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। চাকরিপ্রার্থীরা সাংবাদিকদের বলেন, “এই নিয়ে অষ্টমবার আমরা নিয়োগের দাবিতে স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দিচ্ছি”।
২০২১ সালের ৮ ডিসেম্বর ২৫ জন আয়ুর্বেদিক এবং ২২ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত নেয় ত্রিপুরা মন্ত্রীসভা। কিন্তু ঘোষণার পর ১ বছর কেটে গেলেও নিয়োগ প্রক্রিয়ার কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের কাছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
সূত্র – ত্রিপুরা টাইমস
ত্রিপুরায় ফার্মাসিস্ট পদে অবিলম্বে নিয়োগের দাবি তুললেন চাকরিপ্রার্থীরা

মতামত দিন