এক প্রতারণা চক্রের হদিশ মিলল নিউটাউনে। নিউটাউনের ন পাড়া এলাকায় ঐ প্রতারণা চক্রের অফিসে শুক্রবার ইকো পার্ক থানার পুলিশ হানা দেয়। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ৩ জন। ইকো পার্ক থানার পুলিশ তাদের গ্রেফতার করে। রীতিমত অফিস খুলে তারা এই প্রতারণা চক্র খুলে বসেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ঐ অফিস থেকে বেকার যুবক যুবতীদের টেলিফোন করা হত। ব্যাঙ্ক, এয়ারপোর্টে চাকরির প্রলোভন দেখানো হত তাঁদের। এরপর অফিসে ডেকে পাঠনো হত বেকার যুবক যুবতীদের। এমনকী কিছুক্ষেত্রে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার পুলিশ ঐ অফিসে হানা দিয়ে নানা ধরনের নথিও উদ্ধার করে।
এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা পুলিশ খতিয়ে দেখছে। বাস্তবে তাদের কাজ দেওয়ার ক্ষেত্রে কোনও বাস্তবে কোনও ভিত্তি রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। কাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে সেটাও পুলিশ দেখছে। কতদিন ধরে ওই অফিস চলত তা পুলিশ জানার চেষ্টা করছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস
চাকরি প্রতারণার পর্দাফাঁস নিউটাউনে, গ্রেফতার ৩

মতামত দিন