বিহারের রাজধানী পাটনা উত্তাল হয়ে উঠল হবু শিক্ষকদের আন্দোলনে। সিটিইটি এবং টেট পরীক্ষার্থীরা সপ্তম দফার শিক্ষক পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখান মঙ্গলবার। তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
গত ৩ বছর ধরে শিক্ষক পদপ্রার্থীরা বিহার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের বক্তব্য, সমস্যার সমাধান করার পরিবর্তে সরকার কেবল প্রতিশ্রুতি দিয়ে চলেছে। চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে সরকার ক্রমাগত বিলম্ব করছে বলেও তাঁদের অভিযোগ।
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, রাজ্য সরকার ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করলে বিক্ষোভ অব্যাহত থাকবে। সপ্তম দফার বিজ্ঞপ্তি প্রকাশে সরকার কোনো উদ্যোগ না নিলে ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সূত্র – বিজনেস টুডে
বিহারে শিক্ষক পদপ্রার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

মতামত দিন