স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। এবার কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই আন্দোলন মঞ্চে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। রাজনীতিকরা নিজেদের স্বার্থে তাঁদের আন্দোলন মঞ্চকে ব্যবহার করে আর ফিরেও তাকাচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীদের।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এসএসসি’র চাকরিপ্রার্থীদের আন্দোলনের ১৫০ দিন অতিক্রান্ত। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে বিভিন্ন সংগঠন ও বিরোধী দলের নেতারা ধর্নামঞ্চে গেছেন। কিন্তু, রাজনীতিবিদদের শুকনো আশ্বাস, প্রতিশ্রুতি আর তাঁদের চাই না, এবার তা সাফ জানালেন এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারী চাকরিপ্রার্থী বিশ্বজিৎ পণ্ডিত বলেন, “রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার আছিলায় এই আন্দোলনে যোগ দিচ্ছেন। আমরা যারা যোগ্য তাদের নিয়ে কেউ কিছুই বলছে না। আমরা মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যে আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রবেশ নিষেধ”।
সূত্র- এবিপি লাইভ
চাকরিপ্রার্থীদের আন্দোলনে এবার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশ নিষেধ

মতামত দিন