নিজস্ব সংবাদদাতা: দেশের বন্দরশিল্পকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে গোটা দেশে বন্দর শ্রমিক কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। দেশের শ্রমিক-কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের সম্পদ পুষ্ট করছেন। আর কেন্দ্র ও রাজ্য সরকার এইসব কর্পোরেট পুঁজিদের লুঠ করার জন্য দরজা জানলা খুলে দিয়েছে বলে বন্দর শ্রমিকদের অভিযোগ। তাঁদের বক্তব্য, ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই এই কর্পোরেট লুঠ থেকে বাঁচবার।
রবিবার সিআইটিইউ নেতা রবীন দেব বলেন, “আগামী ১৫ মার্চ হলদিয়া জহর টাওয়ারে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন অভিযান করবেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এদিন হলদিয়ার শ্রমিক ভবনে কলকাতা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক কনভেনশনে বক্তব্য রাখছিলেন রবীন দেব। এদিনের কনভেনশনে সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রবীণ নেতা অবিনাশ দাস। উল্লেখ্য, কনভেনশনে বন্দরের শ্রমিক-কর্মচারীদের উপস্থিতি ছিল নজরে পড়বার মতো।
বন্দর বেসরকারিকরণের প্রতিবাদে কর্মীদের বিক্ষোভ

মতামত দিন