নির্বাচনের আগে দান খয়রাতির রাজনীতি আদতে গরিবের স্বার্থবাহী নয় বলে মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শনিবার নতুন দিল্লিতে ‘ভালো অর্থনীতি, খারাপ অর্থনীতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি এদিন উন্নয়নমূলক অর্থনীতি, অর্থনীতির ব্যবহারিক মডেল, জীবনযাত্রার সংকট, সামাজিক সুরক্ষা, মূল্যের বণ্টনমূলক প্রভাব-সহ বেশ কয়েকটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ভারতীয় অর্থনীতি এবং বর্তমান সামাজিক সমস্যাগুলি সম্পর্কে তাঁর গভীর পর্যবেক্ষণের কথা ব্যক্ত করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ভারতের মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলির দান খয়রাতির মতো প্রবণতা এবং গরিবদের ওপর এর প্রভাব ইত্যাদি বিষয়ে নানা কথা বলেন।
সূত্র- দ্য সিয়াসাত ডেইলি
দান খয়রাতের রাজনীতি গরিবদের স্বার্থবাহী নয়, বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

মতামত দিন