বৃহস্পতিবার ওড়িশার কোরাপুটে এক গর্ভবতী মহিলার মৃত্যুকে ঘিরে রায়গাড়ার কাশীপুর ব্লকের আন্দিরকাঞ্চ গ্রামে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মৃত মহিলার নাম মালা নায়ক। উল্লেখ্য, উৎকল অ্যালুমিনা কোম্পানিতে চাকরির দাবিতে ধর্না দেওয়ার জন্য ২৬ ডিসেম্বর মালা-সহ আন্দিরকঞ্চের আরও ১২ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছিল।
সূত্রের খবর, মালা-সহ আরও চারজন মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রামবাসীরা তাঁদের অবস্থা বিবেচনা করে জামিনে মুক্তির জন্য স্থানীয় আদালতে আবেদন করেন। ৬ জানুয়ারি আদালত তাঁদের আবেদন গ্রহণ করলেও পুলিশ তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করায় আন্দোলনকারীদের মুক্তি আটকে যায়।
অবশেষে ১০ জানুয়ারি জামিন পান মালা নায়ক। পরের দিন সন্তান প্রসব করতে গিয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর আন্দিরকাঞ্চের গ্রামবাসীরা শোকসন্তপ্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং নবজাতকের যথাযথ চিকিৎসার দাবিতে মালার মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। চাপের মুখে পরে উৎকল অ্যালুমিনার আধিকারিকরা গ্রামবাসীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

মতামত দিন