হরিয়ানার কার্নালে বুধবার অতিথি শিক্ষকরা এক বিশাল জমায়েত করে বিক্ষোভ দেখান। অভিযোগ, শিক্ষক পদে তাঁদের স্থায়ী করা হচ্ছে না। বুধবার অস্থায়ী শিক্ষকরা সিএম ক্যাম্প অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ সেই মিছিলে বাধা দেয়। অতিথি শিক্ষকরা মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি সঞ্জয় বাথলা সেখানে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষকদের শান্ত করার চেষ্টা করেন।
সঞ্জয় বাথলা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের আশ্বাস দেন। আন্দোলনরত শিক্ষকরা তাঁর কাছে একটি স্মারকলিপিও তুলে দেন। উল্লেখ্য, ২০১৪ সালে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার জন্য আন্দোলনরত শিক্ষকরা ক্ষমতাসীন বিজেপি-কে অভিযুক্ত করে। প্রাথমিক অতিথি শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রদীপ বাতান বলেন, “প্রায় ১৪০০০ শিক্ষকের মধ্যে ৫০০০ প্রাথমিক শিক্ষক রয়েছেন। তাঁরা রাজ্যের বিভিন্ন স্কুলে অতিথি শিক্ষক হিসাবে কাজ করছেন। গত ১৬ বছর ধরে তাঁরা এখনও নিয়মিত শিক্ষকের মর্যাদা পাননি। হরিয়ানার বিজেপি সরকার এ বিষয়ে নীরব রয়েছেন”। আন্দোলনরত শিক্ষকদের সাফ কথা, তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।
সূত্র – দ্য ট্রিবিউন
হরিয়ানায় স্থায়ী চাকরির দাবিতে শিক্ষকদের আন্দোলন

মতামত দিন