শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুজন হিসেবরক্ষককে ইডি তলব করল। তাদের আগামী ১০ নভেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে ইডি। ছাত্রদের কাছ থেকে বেআইনিভাবে ২১ কোটি টাকা আদায় করার হিসেব নেয় ইডি।
সূত্রের খবর, তাপস মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর তাঁর দুজন হিসেবরক্ষককে তলব করা হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে তালিকা পাওয়া গিয়েছে, সেখানে ২৫০০ জনের নাম আছে বলে দাবি ইডির। কীভাবে তাঁরা চাকরি পেলেন, তা খতিয়ে দেখছে ইডি। এখনও পর্যন্ত ইডি মানিক ও তাঁর আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই গোটা দুর্নীতিতে ১০০ কোটি টাকা পেয়েছে। তার মধ্যে ১০ কোটি টাকা মানিক ও মানিক ঘনিষ্ঠের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এর মধ্যে তাপস মণ্ডলের দুজন হিসেবরক্ষককে তলব যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সূত্র- নিউজ ১৮ বাংলা
শিক্ষক নিয়োগ দুর্নীতির জট খুলতে পারে চলতি সপ্তাহে

মতামত দিন