এবার আদালতের নির্দেশের পরেই বৈঠকে তৃণমূল। রবিবার প্রায় ৮০০ জন চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ আইনি পথে যাওয়া সংক্রান্ত বিষয়-সহ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। চাকরিহারা শিক্ষকেরাও এদিন কার্যত ভেঙে পড়েন।
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খুইয়েছেন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক৷ ২০১৬-১৭ সালে প্রায় ৪২ হাজার ৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল৷ তাদের মধ্যে প্রায় ৩৬ হাজার শিক্ষককে টেট প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খোয়ান তারা।
সূত্র- নিউজ ১৮ বাংলা
হাইকোর্টের নির্দেশে খুইয়েছেন চাকরি! ৮০০ প্রাইমারি শিক্ষকদের সঙ্গে বৈঠকে তৃণমূল

মতামত দিন