বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল গোটা বাংলায়। শোরগোল ফেলে দিয়েছিল এই নির্দেশ। তবে এবার চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
এদিকে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারারা। কিন্তু সেখানেও গিয়েও পুরোপুরি স্বস্তি মিলেছিল এমনটা নয়। সেখানে একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওই ৩২ হাজার শিক্ষককে অংশগ্রহণ করতে বলা হয়েছিল।
এদিকে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে একেবারেই রাজি নন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এবার তাঁরা সুপ্রিম কোর্টে গেলেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস
চাকরি বাঁচাতে এবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষকরা

মতামত দিন