সম্প্রতি ২০১৪ সালের টেট উত্তীর্ণদের দুটি তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই তালিকা নিয়েই এ বার নতুন প্রশ্ন তুললেন মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। তাঁদের দাবি, প্রাথমিক শিক্ষক পদে যে ২৬৮ জনের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে, তাঁদের মধ্যে ১৬৩ জনের নাম কোনও তালিকায় নেই। বিষয়টি নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেবেন বলেও মামলাকারীদের অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন।
অন্যদিকে, ৮ বছর পরে ২০১৪-র টেটপ্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ তালিকা প্রকাশ করেছে পর্ষদ। আর সেই তালিকায় জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, শুভেন্দু অধিকারীদের নাম! স্বাভাবিকভাবেই এই নিয়ে তৈরি হয়েছে ধন্দ। কাকতালীয়ভাবেই নামের মিল পাওয়া গেছে, চাকরিপ্রার্থীদের তথ্য দিয়ে দাবি করেছে পর্ষদ।
এ দিকে, “কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত?” ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের একবার সিবিআইয়ের তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সূত্র- নিউজ ১৮ বাংলা / এবিপি আনন্দ
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকায় নাম রাজ্যের একাধিক মন্ত্রী, নেতাদের

মতামত দিন