নারীদের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত দেশের প্রগতি। নারীরা এগোলে তবেই এগোবে দেশ। সোমবার রাজস্থানের মাটি থেকে এমনটাই স্মরণ করালেন প্রিয়াঙ্কা গান্ধি। তাঁর বক্তব্য, দেশের অর্থনীতিতে নারীদের অবদান যত বাড়বে, নারীদের কর্মসংস্থান যত বৃদ্ধি পাবে ততই সুনিশ্চিত হবে দেশের অগ্রগতি। রাজস্থানের হাদোতি এলাকার বুন্দিতে ভারত জোড়ো যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধি এই কথা বলেন। ভারত জোড়ো যাত্রায় তিনি রাহুল গান্ধির সঙ্গে পা মেলান।
উল্লেখ্য, জানুয়ারি ২০২২-এর পরিসংখ্যান অনুযায়ী ভারতে মহিলাদের বেকারত্বের হার ৪.১ শতাংশ। লিঙ্গ-বৈষম্যের ফলে একজন পুরুষ কর্মীর চেয়ে একজন মহিলা কর্মীর বেতনে ফারাক আছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের মহিলাদের প্রতি উদাসীনতা ও শাসক দল বিজেপির নারীবিদ্বেষী মনোভাবের কথা মাথায় রেখে প্রিয়াঙ্কা গান্ধি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর ক্ষমতায়নে জোর দেন। এদিনের পদযাত্রায় প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে তাঁর স্বামী রবার্ট ভদ্র এবং কন্যা মিরায়া যোগ দেন। এদিকে উল্লেখ্য, এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রায় উচ্ছ্বাস-উদ্দীপ্পনা চোখে পড়ার মতো। কারণ, সম্প্রতি হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়।
সূত্র – দ্য প্রিন্ট
নারীদের কর্মসংস্থানের পক্ষে সওয়াল প্রিয়াঙ্কা গান্ধির

মতামত দিন