নিজস্ব সংবাদদাতা: চুরি দুর্নীতির জন্যই শিকেয় উঠেছে পৌর পরিষেবা, উন্নয়ন। নাগরিকদের চাকরির সুযোগের সঙ্গে সঙ্গে লুট হয়ে যাচ্ছে পৌর এলাকার দামি জমি, জলাশয়ও। রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন পৌরসভায় -নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে শামিল নাগরিকদের পক্ষ থেকেই এই অভিযোগ উঠে আসছে। বুধবার দক্ষিণ দমদম পৌরসভার সামনে বিক্ষোভ জমায়েত থেকে দাবি করা হয়েছে অবিলম্বে পৌরসভায় বেআইনী নিয়োগের মূল চক্রীদের গ্রেপ্তার করতে হবে।
এ দিন পানিহাটি পৌরসভার সামনেও চাকরি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হয়। এছাড়াও, মঙ্গলবার রাতে বরানগর পোউরসভাতেও বিক্ষোভ দেখায় বামেরা। অন্যদিকে তৃণমূল বিধায়কের লেটারহেডে চাকরির সুপারিশ ফাঁস হতেই খহোভে ফেটে পড়েছেন বর্ধমান উত্তর বিধানসভার যুবরা।
রাজ্যজুড়ে চাকরি দুর্নীতির তদন্তে গ্রেপ্তার হয়েছে শান্তুনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল। তাঁর সল্টলেকের বাড়িতে তদন্ত করতে গিয়ে প্রকাশ্যে এসে গেছে, রাজ্যজুড়ে অন্তত ৬০টি পৌরসভায় বেআইনি নিয়োগ হয়েছে তৃণমূল নেতাদের মদতে।
পৌরসভায় চাকরি চুরির বিরুদ্ধে জোরালো বিক্ষোভ

মতামত দিন