ত্রিপুরায় কাজ হারানো শিক্ষকরা পথে নামলেন। বিজেপি সরকারের বিরুদ্ধে সোমবার ত্রিপুরার আগরতলায় সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এই মিছিলের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা ২০২৩ বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের ডাক দিলেন। সেখানেই সরকারের ১০,৩২৩ জনকে দেওয়া শেষ চুক্তিপত্রের কাগজ পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল সোজা চলে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। অবিরাম বিক্ষোভ দেখাতে থাকেন ১০,৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা । মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকাও পোড়ানো হয়।
সূত্র- আজকাল
ত্রিপুরায় কাজ হারানো শিক্ষকদের বিক্ষোভ

মতামত দিন