জম্মুতে রেহবার-ই-খেলে শরীর শিক্ষার চাকরিতে নিয়োগের দাবিতে শনিবার বেকার যুবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ এক চাকরিপ্রার্থী যুবক বলেন, “২০১৭ তে বিজেপি-পিডিপি সরকার রেহবার-ই-খেল প্রকল্প চালু করে। সেখানে ৩ হাজার শূন্যপদ ছিল। সরকার ৩ মাসের মধ্যে শূন্যপদ পূরণ করবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু আশ্বাসই সার। শূন্যপদ পূরণ তো দূর, যারা চুক্তিভিত্তিক কর্মী ছিলেন তাঁদেরকেই স্থায়ী করা হচ্ছে না। শূন্যপদ বাতিল করা হচ্ছে”। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই তাঁদের এই আন্দোলন বলে জানান তিনি।
সূত্র- জেকে আপডেট
জম্মু-কাশ্মীরে চাকরির দাবিতে বিক্ষোভ

মতামত দিন