নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে পেনশনের দাবিতে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা মঙ্গলবার প্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন। এখনও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের পেনশন পাননি।
তাঁদের অভিযোগ, প্রধান-কাউন্সিলররা নিজেদের খুশি মতো বেতন বাড়িয়ে নিয়েছেন। প্রধানের বেতন ২২০০০ টাকা, উপ-প্রধানের বেতন ১৮০০০ টাকা, পৌরপারিষদ সদস্যদের বেতন ১৫০০০ টাকা, কাউন্সিলরদের ভাতা বাবদ ১০০০০ টাকা বেতন বাড়ানো হয়েছে।
অথচ আদালতের নির্দেশ সত্ত্বেও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পেনশন- গ্র্যাচুইটির টাকাও মেটানো হয়নি।
ভাটপাড়ায় বকেয়া পেনশনের দাবিতে বিক্ষোভ

মতামত দিন