নিজস্ব সংবাদদাতা: রাজ্যের স্কুলগুলিতে একাধিক শূন্যপদ। নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন। স্কুলগুলিতে যোগ্যতা সম্পন্ন শিক্ষিত যুবক যুবতীদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ করতে বদ্ধপরিকর নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি। এর ফলে এক দিকে যেমন ছাত্র-ছাত্রীদের স্কুলে আনা সম্ভব হবে তেমনই যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীদের জীবিকার বন্দোবস্ত করা যাবে।
তাঁরা জানিয়েছেন, বাম জমানায় এই ক্ষেত্রে কর্মরতদের ভাতা বৃদ্ধি, ইপিএফ সহ নানান সুযোগ সুবিধার বন্দোবস্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছিল এই সংগঠন।
বর্তমান রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতি, গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হতে পার্শ্বশিক্ষক সমিতি বৃহৎ আন্দোলনের পথে এগোবে বলেও জানিয়েছে।
শিক্ষাব্যবস্থা ধ্বংস! নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক

মতামত দিন