নিজস্ব সংবাদদাতা: একের পর এক অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের কারণে প্রতিবাদ নদিয়া জেলার কৃষ্ণনগরের বিএসএনএল অফিসে। বৃহস্পতিবার অফিসার সামনেই প্রতিবাদ দেখাতে শুরু করেন কর্মীরা। অন্যায্য কারণে তাঁদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেন কর্মীরা। এর মধ্যে অনেকের দীর্ঘদিন ধরে বেতন বাকি বলে অভিযোগ। বহিষ্কৃত কর্মীদের কাজে নিয়োগ না করা হলে আগামী দিনে আরও বড় বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিএসএনএলের একাধিক চুক্তিভিত্তিক কর্মীদেরকে ছাঁটাই করেছে। এখনও পর্যন্ত অস্থায়ী ছাঁটাইয়ের সংখ্যা প্রায় সাড়ে তেরশোরও বেশি। ছাঁটাই কর্মীদের মধ্যে নদিয়া জেলায় রয়েছে ৬০ জন। নিয়ম নীতি না মেনে এত পরিমাণ কর্মী ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান কর্মীরা।
সূত্র- এই সময়
কর্মী ছাঁটাই-বকেয়া বেতন, বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ

মতামত দিন