গত ১৫ দিন ধরে ন্যাশনাল হেলথ স্কিম (এনএইচএম)-এর মাধ্যমে নিযুক্ত স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন বেঙ্গালুরুতে। তাদের দাবি অবিলম্বে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে।
এই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান যে প্রায় সমগ্র কর্ণাটক থেকে প্রায় ২২,০০০ কর্মী ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। তাঁরা সকলে বেঙ্গালুরুতে বিক্ষোভ সমাবেশে যোগদান করেছেন। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল এই আন্দোলনকে সর্মথন জানিয়েছে।
২৭ ফেব্রুয়ারি কানাড়া সংগঠন আন্দোলনে আসে ও বক্তব্য রাখে। জেডি(এস) এমএলসিটিএ শারাভানা আন্দোলনকারীদের মধ্যাহ্নভোজনের আয়োজন করে। রিপাবলিক অফ ইন্ডিয়া ( আথাভালে শাখা) আন্দোলনকারীদের জন্য আরো বৃ্হত্তর স্থানের ব্যবস্থা করে দেয়।
সূত্র – নিউজ ক্লিক
বেঙ্গালুরুতে চলছে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

মতামত দিন