নিজস্ব সংবাদদাতা: গত ১০ মার্চ ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য প্রতিহিংসা মূলকভাবে নবান্নে সচিবালয়ের ৬ জন কর্মচারীকে বদলি করার প্রতিবাদে সোচ্চার হলেন সরকারি শিক্ষক, শিক্ষাকর্মীরা। কলকাতা বা সংলগ্ন এলাকার বাসিন্দা ওই ছয় কর্মচারীকে নবান্ন থেকে বাঁকুড়া এবং পুরুলিয়ায় বদলি করা হয়েছে। ‘১২ জুলাই’ কমিটির পক্ষ থেকে এই তুঘলকি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার টিফিন বিরতিতে রাজ্যের সর্বত্র বিক্ষোভে শামিল হন কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কমিটির পক্ষ থেকে যুগ্মআহ্বায়ক সুমিত ভট্টাচার্য এবং মনোজ সাউ এক বিবৃতিতে কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, গত ১০ মার্চের ধর্মঘটে শতকরা ৭৫-৮০ ভাগ রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মী অংশগ্রহণ করায় রাজ্য সরকার জোর ধাক্কা খেয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের নয়া পেনশন নীতি বাতিল করে পুরানো পেনশন প্রকল্প চালুর দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও আন্দোলন শুরু করেছেন। আগামী দিনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।