নিজস্ব সংবাদদাতা: বকেয়া মহার্ঘ ভাতা, স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্যপদে নিয়োগ ও অস্থায়ীদের স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার বারাকপুর মহকুমা প্রশাসনিক ভবনে অবস্থান-বিক্ষোভ হয়। ১২ই জুলাই কমিটি বারাকপুর মহকুমা কমিটি এদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত মহকুমা প্রশাসনিক ভবনের ভিতরে এই অবস্থান-বিক্ষোভ করে।
কেন্দ্রীয় হারে বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে দেওয়ার দাবির পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা ও স্বশাসিত সংস্থা সমূহের সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ এবং এই ক্ষেত্রগুলিতে কর্মরত অস্থায়ী কর্মচারী ও শিক্ষকদের স্থায়ী করার দাবি জানানো হয়। ব্যাঙ্ক বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়া পেনশন প্রকল্প এবং নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবি জানানো হয় অবস্থান বিক্ষোভে।
এছাড়াও রেগা সহ সমস্ত সামাজিক প্রকল্পের সুফল প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, কৃষকদের ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত করার দাবিতেও এদিন সোচ্চার হন শিক্ষক, সরকারি কর্মচারীরা।
শূন্যপদে নিয়োগ, বকেয়া ডিএ চেয়ে অবস্থান

মতামত দিন