নিজস্ব সংবাদদাতা: বঞ্চিত গ্রুপ ডি প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের জোড়ালো দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। তিনদিনের লঙ মার্চ, বুধবার মাতঙ্গিনী হাজরায় শেষ করলেন ২০১৬ সালের সমস্ত চাকরিপ্রার্থীরা। আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আন্দোলনের হুঁশিয়ারি তাঁদের। গত সোমবার শুরু হয়েছে এই লঙ মার্চ। মিছিলে ধারাবাহিক পুলিশি আক্রমণ সত্ত্বেও লড়াই চালিয়ে যান চাকরিপ্রার্থীরা। যতদিন না বঞ্চিত যোগ্য প্রার্থদের নিয়োগের ব্যবস্থা করছে রাজ্য সরকার, ততদিন আন্দোলন এইভাবেই চলবে বলে জানিয়েছেন ডব্লিউবিজিডিআরবি-২০১৭ গ্রুপ- ডি ওয়েটিং প্রার্থীদের ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, এরপর ফাইনাল রেজাল্টে নামহীন, নম্বরহীন, জন্মতারিখ বিহীন একটি অস্বচ্ছ তালিকা বের করে প্রশাসন। বহুবার কালীঘাট, নবান্নের পি অ্যান্ড এ আর দপ্তর বিভিন্ন ডিএম অফিসে অভিযোগ জানানো হয়েছে। অনেক ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনোরকম সুরাহা হয়নি আমাদের। উলটে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামলে চাকরিপ্রার্থীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের

মতামত দিন