নিজস্ব সংবাদদাতা: রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মীর সংখ্যা কমছে। যাঁরা আছেন তাঁদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। নতুন কোনও কর্মী নিয়োগ নেই। কিভাবে চলবে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি? তাই অবিলম্বে সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। যাঁরা অস্থায়ী বা চুক্তিবদ্ধ আছেন তাঁদের স্থায়ীকরণ করতে হবে। রেগা প্রকল্প চালু করে অবিলম্বে গরিব মানুষকে কাজ দিতে হবে। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। কর্মচারী, শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতার টাকা মিটিয়ে দিতে হবে।
৮ দফা দাবিতে বৃহস্পতিবার ১২ই জুলাই কমিটির উদ্যোগে বাঁকুড়া শহরে জেলাশাসকের দপ্তরের সামনে থেকে মিছিল হয়। বহু কর্মরত, অবসরপ্রাপ্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী, শিক্ষক, মিছিলে অংশ নেন। বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা ঘুরে জেলাশাসকের দপ্তরের সামনে মিছিল শেষ হয়।
৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

মতামত দিন