অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা ন্যায্য বৃত্তিমূলক ভাতা পাওয়ার দাবিতে সোমবার দিল্লি সরকারের এসসি/এসটি কল্যাণ বিভাগে বিক্ষোভ দেখালেন।
দিল্লি সরকারের সামাজিক কল্যাণ বিভাগ ২০১৮ সালে জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা চালু করেছিল সমাজের অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য। সেই প্রকল্পে দিল্লি নিবাসী সংরক্ষনের আওতায় থাকা ছাত্রছাত্রীদের পেশাগত পাঠ্যক্রম ও চাকরির জন্য বিনামুল্যে পড়ানোর ব্যবস্থা করা হয়। এই উপলক্ষ্যে ৪৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দিল্লি সরকার গাঁটছড়া বাঁধে।
কিন্তু অভিযোগ, এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের প্রাপ্য ভাতা পায়নি। ফলস্বরূপ, শিক্ষার্থীরা বলেছেন যে তাঁরা প্রতি মাসে তাদের ২৫০০ টাকা বৃত্তি পাচ্ছেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধিকারিকদের অভিযোগ, ২০২১ সালে মহামারীর পরে এই প্রকল্পের অধীনে ভর্তি পুনরায় শুরু হওয়ার পর থেকে কোচিং সেন্টারগুলিও সরকার প্রদত্ত অর্থ পায়নি। যদিও, দিল্লি সরকার বিলম্ব সংক্রান্ত প্রশ্নের কোনো জবাব দেয়নি।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
স্কলারশিপের অর্থ না পাওয়ায় দিল্লিতে বিক্ষোভ

মতামত দিন