ওড়িশা সরকার এবার থেকে আর ঠিকাকর্মী নিয়োগ করবে না। সেরাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করেছেন, ওড়িশা সরকার আর কোনও ঠিকা কর্মী নিয়োগ করবে না। যা নিয়োগ হবে, সব স্থায়ী পদে। বর্তমানে ওড়িশা সরকারের অধীনে কর্মরত ৫৭ হাজার ঠিকা কর্মীর সকলকেই স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এ জন্য বছরে ১৩ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচের অনুমোদনও করেছে ওড়িশার মন্ত্রিসভা।
মনে করা হচ্ছে, শ্রমিক সংগঠনগুলির ক্রমাগত চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হল ওড়িশা সরকার। ওড়িশা সরকার-সহ কেন্দ্রীয় সরকারের ‘শ্রমিক-কৃষক বিরোধী’ নীতির ফলে শ্রমিক-কৃষকরা এমনিতেই কোণঠাসা অবস্থায় রয়েছেন। তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বেকারত্ব ও সরকারের চাপিয়ে দেওয়া শ্রম কোড তাঁদের আরও আন্দোলনমুখী করে তুলেছে।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
চাপের মুখে স্থায়ী কর্মী নিয়োগে বাধ্য হল ওড়িশা সরকার

মতামত দিন