পাঞ্জাবে ১০৮ অ্যাম্বুলেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ধর্মঘট শুরু করেছে। জানা গিয়েছে, দীর্ঘদিনের দাবি না মানার প্রতিবাদে অ্যাম্বুলেন্স কর্মীদের সংগঠন এই পদক্ষেপ করেছে। গোটা রাজ্যের অ্যাম্বুলেন্সগুলি লাধোয়াল টোল প্লাজায় রাখা হয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ করছেন।
১০৮ অ্যাম্বুলেন্স এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মনপ্রীত নিজার বলেন, ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা ২০১১ সালে শুরু হয়েছিল এবং ২০১৩ সাল থেকে তারা কোনও বার্ষিক ইনক্রিমেন্ট পায়নি। প্রতিটি কোম্পানি এবং বিভাগ ১০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়। কিন্তু তাঁরা একই বেতনে কাজ করে চলেছেন।
সূত্র – দ্য ট্রিবিউন
পাঞ্জাবে অ্যাম্বুলেন্স কর্মীদের ধর্মঘট

মতামত দিন