২৩ নভেম্বর সকালে ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশে প্রবেশ করবে। মধ্যপ্রদেশ পর্বে বেকারত্ব এই পদযাত্রার মূল ইস্যু হতে চলেছে। মধ্যপ্রদেশে বিজেপি শাসিত সরকারের আমলে বেকারত্ব আকাশ ছুঁয়েছে। কর্মক্ষম তরুণ-তরুণীরা কাজের সন্ধান না পেয়ে হতাশ হচ্ছেন। এই সময় ভারত জোড়ো যাত্রা যুব সম্প্রদায়ের মধ্যে আশার আলো দেখিয়েছে। তাঁরা অনেকেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চান নতুন দিনের সন্ধানে।
মধ্যপ্রদেশে পদযাত্রাটি প্রবেশ করার পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এই পদযাত্রায় যোগ দেবেন। মধ্যপ্রদেশের কংগ্রেস প্রধান কমলনাথ বলেন, ”আমরা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে আগ্রহী এমন ১৫০০ আবেদনপত্র পেয়েছি, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে কারা পদযাত্রায় হাঁটবেন কারা সাক্ষাৎ করবেন সেটি দেখা হচ্ছে।“ প্রসঙ্গত, মধ্যপ্রদেশ কংগ্রেস প্রধান কমলনাথ এই পদযাত্রায় আগাগোড়া রাহুল গান্ধিকে সঙ্গ দেবেন ।
সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারত জোড়ো যাত্রার মধ্যপ্রদেশ পর্বে মূল ইস্যু বেকারত্ব

মতামত দিন