রবিবার ভারত জোড়ো যাত্রা চলাকালীন তেলেঙ্গানার মেদক জেলার পেদ্দাপুর গ্রামে রাহুল গান্ধি বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছেন। এদিন তিনি বলেন, দেশে বেকারত্ব ২০১৪ সালের থেকে বর্তমানে অনেক বেশি। দেশের সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ এছাড়াও ভারতীয় রেল এবং ভেলের মতো লাভজনক সংস্থাগুলিকে এই জনবিরোধী সরকার বেসরকারিকরণ করছে।
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে। এদিন পদযাত্রাটি তেলেঙ্গানার মেদক জেলার পেদ্দাপুর গ্রামে পৌঁছায়। এখনও অবধি বিপুল মানুষের ভালোবাসা পেয়েছে এই পদযাত্রা। এদিন সভায় তেলেঙ্গানা সরকারকেও আক্রমণ করেন রাহুল গান্ধি। তিনি বক্তব্য রাখার সময় মঞ্চে কৃষক নাগি রেড্ডিকেও ডেকে নেন। তাঁকে কৃষকদের বর্তমান অবস্থা বর্ণনা করার জন্য অনুরোধ করেন রাহুল গান্ধি।
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রা ৩৫০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কাশ্মীরে শেষ হওয়ার কথা।
সূত্র- ওয়ান ইন্ডিয়া
মোদি জমানায় দেশে বেড়েছে বেকারত্ব, আক্রমণ রাহুল গান্ধির

মতামত দিন