নিজস্ব সংবাদদাতা: হকারদের আন্দোলনের মেজাজ দেখে উচ্ছেদের পরিকল্পনা থেকে সরতে বাধ্য হলো পূর্ব রেল। সোমবার সকালে চন্দননগর স্টেশন চত্বরে চন্দননগর স্টেশন এরিয়া হকার্স কো-অপারেটিভ সোসাইটি নামক একটি অরাজনৈতিক সংস্থার উদ্যোগে উচ্ছেদ করার চক্রান্তের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছিল। রেল কর্তৃপক্ষ বুঝতে পেরে পরে হকার প্রতিনিধিদের সঙ্গে স্টেশন মাস্টার আলোচনায় বসেন।
রেল কর্তৃপক্ষ হকার প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় জানান, তিন মাসের জন্য উচ্ছেদের প্রক্রিয়া স্থগিত থাকবে। এই তিনমাসের হকার প্রতিনিধিদের ডিআরএম’র সাথে বসে পুনর্বাসনের বিষয়ে আলোচনা করতে হবে। কারণ, পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেন একমাত্র ডিআরএম।
তিন দিন ধরে রেল হকারেরা কাজ বন্ধ রেখে চন্দননগর স্টেশনের সামনে লাগাতার অবস্থানে বসেছিলেন। এদিন ডান-বাম সহ শাসকবিরেধী বিভিন্ন সংগঠন এই অবস্থানে অংশগ্রহণ করেন।
হকারদের মেজাজ দেখে উচ্ছেদ স্থগিত রাখল রেল

মতামত দিন