এবার বড় চাকরি প্রতারণা চক্রের কেলেঙ্কারি ফাঁস করল দিল্লি পুলিশ। অভিযোগ, রেলে চাকরির প্রলোভন দেখিয়ে ২৮ জন বেকার যুবকের কাছ থেকে আড়াই কোটি টাকা আদায় করে প্রতারণা চক্রটি। ঐ ২৮ জন প্রতারিত বেকার যুবক তামিলনাডুর বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, প্রতারকরা ভুক্তভোগীদের এই আশ্বাস দিয়ে ফাঁদে ফেলেছিল যে তাঁরা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিলে এবং দিল্লির রেল স্টেশনে এক মাসের প্রশিক্ষণ শেষ করলে তাঁরা রেলওয়েতে চাকরি পাবে।
তামিলনাডুর ২৮ জনকে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন আট ঘণ্টার জন্য ট্রেন এবং তাদের কোচের আগমন ও প্রস্থান গণনা করার জন্য মোতায়েন করা হয়েছিল। এমনকী এও তাঁদের বলা হয়েছিল যে এটি ট্রাভেল টিকিট পরীক্ষক (টিটিই), ট্রাফিক সহকারী এবং কেরানি পদের জন্য প্রশিক্ষণের অংশ। ৭৮ বছর বয়সী এম সুব্বুসামি, একজন প্রাক্তন সেনা দিল্লি পুলিশের কাছে অভিযোগ করার পরে কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসে।
সূত্র – লাইভ মিন্ট
দিল্লিতে চাকরি কেলেঙ্কারি, ২.৫ কোটি টাকার প্রতারণা

মতামত দিন