গুজরাটের রাজকোটে এক সেরামিক কারখানায় কর্মরত ১৯ বছরের তরুণীকে ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছে ২৬ বছরের যুবক। অভিযুক্ত পঙ্কেশ নিনামা ওই তরুণীরই সহকর্মী।
১৮ এপ্রিল তরুণী মোরবীতে বাড়িতে একা ছিলেন ওই অবস্থায় নিনামা ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে বলে জানিয়েছেন অভিযোগকারিণী। ঘটনার জেরে ভয় পেয়ে নির্যাতিতা মধ্যপ্রদেশে নিজের গ্রামে ফিরে যান ও সমস্ত ঘটনা নিজের পরিবারকে জানান, এরপর তাঁর পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগ মোরবী থানায় হস্তান্তরিত হয় ও গ্রাফতার করা হয় নামিমকে।
সূত্র- দ্য টাইমস অফ ইন্ডিয়া
তরুণী কর্মচারীকে ধর্ষণের দায়ে ধৃত সহকর্মী

মতামত দিন