নিজস্ব সংবাদদাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীরা যখন একটা স্থায়ী চাকরির জন্য হাহাকার করছেন, তখন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘ দিন ধরে হাজার হাজার শূন্যপদ পূরণ না হয়ে পড়ে আছে। এই শূন্যপদগুলি পূরণের ব্যাপারে কোনও হেলদোল দেখা যাচ্ছে না রাজ্য সরকারের। এমনকী বিভিন্ন দপ্তরে নিয়োগের পরীক্ষা নিয়েও বছরের পর বছর ফল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষ করে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কনস্টেবল, সাব-ইনস্পেক্টর পদ সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সঙ্গে বেকার যুবক-যুবতীদের জীবিকার বন্দোবস্তের দাবিতে বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন চাকরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী যৌথ মঞ্চের আহ্বানে এদিন চাকরির দাবিতে বহু বেকার যুবক-যুবতী এই মিছিলে পথ হেঁটেছেন। উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ, দীপক সিনহা, বিজয় ঘোড়াই, শিখা বসাক, মৌসুমি দাস, কুণাল ঘোষ, অনির্বাণ চৌধুরী সহ চাকরিপ্রার্থী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।
কয়েক হাজার শূন্যপদ, নিয়োগ চেয়ে মিছিল চাকরি প্রার্থীদের

মতামত দিন