দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ তুললেন রেশন ডিলাররা। তাঁদের বিক্ষোভে সরগরম দিল্লির রাজপথ। রেশন ডিলাররা শনিবার দিল্লির বিকাশ ভবন থেকে আম আদমি পার্টির অফিস পর্যন্ত এক পদযাত্রা করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিগত ৬ মাস ধরে হকের কমিশন পাচ্ছেন না তাঁরা।
দিল্লির মসনদে বসার আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে অরবিন্দ কেজরিওয়াল সকলের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু রেশন ডিলাররা গত ৬ মাস তাঁদের প্রাপ্য কমিশন পাচ্ছেন না। এমতাবস্থায় দিল্লির রেশন পরিকাঠামো প্রশ্নের মুখে। রেশন ডিলাররা জানিয়েছেন বকেয়া কমিশন না পেলে তাঁরা আরও তীব্র আন্দোলনের পথে হাঁটবেন।
সূত্র – ক্যাপিটাল টিভি
দিল্লি সরকারের বিরুদ্ধে রাস্তায় রেশন ডিলাররা

মতামত দিন