শুধু স্কুল নয়, দেদার চাকরি ‘বিক্রি’ হয়েছে পুরসভাতেও। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেই উঠে এসেছিল এমন তথ্য। উদ্ধার হয়েছিল নথি, ওএমআর শিট। তার পরেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। একদিকে এই তদন্ত নিয়ে যেমন আদালতে আইনি লড়াই চলেছে, তেমনই এতদিনের তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, পুরসভার দেদার চাকরি বিক্রি হয়েছে। পুরসভার কোন পদে চাকরি তার উপর নির্ভর করত কত লক্ষ টাকায় বিক্রি হবে ওই চাকরি।
সূত্রের খবর, ওই রেট চার্ট অনুযায়ী,
পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভায় গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভার সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা
পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা
পুরসভার টাইপিস্টের চাকরির দাম ৭ লক্ষ টাকা থেকে শুরু
সূত্র- এবিপি আনন্দ
সাফাইকর্মী হলে ৪ লক্ষ! টাইপিস্ট হলে ৭ লক্ষ! পুর-চাকরির রেট চার্ট কত?

মতামত দিন