ইকনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি জিও মার্ট থেকে ১০০০ জন কর্মীকে ছাঁটাই করেছে রিলায়েন্স। সদ্য মেট্রো ক্যাশ অ্যান ক্যারি কিনেছে রিলায়েন্স। এই আবহে জিও-র রিটেল ব্যবসার সঙ্গে পাইকারি ব্যবসাকে জুড়তে চলেছে তারা। এর আগে সংস্থার খরচের ওপর লাগাম পড়াতে চাইছে তারা। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, মেট্রোর সঙ্গে যুক্ত স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ১৫ হাজার কর্মীকেও আগামী দিনে ছেঁটে ফেলতে চলেছে রিলায়েন্স।
জানা গিয়েছে, গত কয়েকদিনে মোট ৫০০ জন এক্সিকিউটিভ সহ ১০০০ জনকে পদত্যাগ করতে বলেছে রিলায়েন্স। আগামী দিনে নিজেদের সংস্থার আরও কর্মীদেরও ছাঁটাই করার পরিকল্পনা করছে রিলায়েন্স। ইতিমধ্যেই কর্মীদের কাজের পারফর্ম্যান্সের ওপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয় কর্মীদের বেতন কাঠামোতেও বদল আনতে চলেছে রিলায়েন্স।
সূত্র- হিন্দুস্তান টাইমস
জিও মার্টের ১০০০ কর্মীকে ছাঁটাই, আরও ১৫ হাজারের চাকরি সঙ্কটে

মতামত দিন