শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত। এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, “বছরের পর বছর শিক্ষকদের কাছ থেকে পরিষেবা নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন কী করবেন?” হাইকোর্টে উপস্থিত স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশ্যে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি! যা নিয়ে তদন্ত করছে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। ভুয়ো শিক্ষকদের খুঁজে বের করা সহ-দুর্নীতি মামলার তদন্তের মন্থর গতি প্রায় নিত্যদিনই আদালতের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। এবার আসল শিক্ষকদের বকেয়া পেতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট।
সূত্র – এবিপি আনন্দ
অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য

মতামত দিন