বৃহস্পতিবার ত্রিপুরার ছাঁটাই হওয়া ১০৩২৩ জন স্কুল শিক্ষকদের একটি বড় অংশ তাঁদের পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাসভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে একটি গণ-অবস্থান বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ছাঁটাই হওয়া স্কুল শিক্ষকদের এক নেতা অরবিন্দ শর্মা অভিযোগ করেন তাঁরা এই বছরের ২০ অক্টোবর থেকে ৬২ দিন ধরে শহরের কেন্দ্রস্থলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের কাছে একটি রাস্তার পাশে অস্থায়ী মঞ্চে বসে আছেন। কিন্তু তাঁদের কথা শোনার জন্য রাজ্য সরকার কোনও আগ্রহ এখনও অবধি দেখায় নি।
অরবিন্দ শর্মা আরও বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে আমরা কোনো পক্ষ নই। তাই আমাদের চাকরি যাওয়া উচিত নয়। আমরা সরকারকে বলতে চাই যে সুপ্রিম কোর্ট যদি না বলে যে আমরা মামলার পক্ষ, দয়া করে আমাদের চাকরিতে পুনর্বহাল করুন এবং রাজ্য সরকার যদি মনে করে যে আমাদের চাকরি সত্যিই চলে গেছে, অন্তত সার্ভিস কোড অনুসারে আমাদের একটি টারমিনেশন লেটার দিক”। উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি যখন ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসে, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ছাঁটাই হওয়া শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে। তবে ত্রিপুরা সরকার এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
সূত্র – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ছাঁটাই হওয়া শিক্ষকদের প্রতিবাদ

মতামত দিন