সিপিআই-এর জাতীয় সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সদস্য আজিজ পাশা মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, ”বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নষ্ট করার পর থেকে জম্মু ও কাশ্মীরে বেকারত্বের হার তীব্র বৃদ্ধি পেয়েছে।” শনিবার জম্মু-কাশ্মীরের রাজ্য পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। পাশা আরও বলেন যে, “কেন্দ্রীয় সরকার দাবি করে ৩৭০ এবং ৩৫-এ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরে উন্নয়নের একটি নতুন ভোরের সূচনা করেছে মোদি সরকার। কিন্তু বাস্তবে ক্রমবর্ধমান বেকারত্ব মোদি সরকারের এই দাবিকে নস্যাৎ করে।“
তিনি বিজেপির সাম্প্রদায়িক অভিসন্ধিকে প্রতিহত করতে সমস্ত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দলের প্রবীণ নেতা এবং ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন-এর সাধারণ সম্পাদক অ্যানি রাজা, জম্মু ও কাশ্মীরের রাজ্য সম্পাদক জি এম মিজরাব সহ আরও অনেকে এই সভায় বক্তব্য রাখেন। এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নেতা অশ্বনি কাপুর।
সূত্র- দ্য সিয়াসত ডেইলি
কাশ্মীরে বিজেপি’র তথাকথিত উন্নয়নে কাঁটা বেকারত্ব, বললেন আজিজ পাশা

মতামত দিন