সমগ্র দেশের মতো বাংলাতেও কর্মসংস্থানের অভাবে যুবদের অবস্থা ভয়ানকভাবে খারাপ। বিশেষ করে মহামারীর সময় শুধু কর্মসংস্থানের অভাব নয়, কর্মক্ষেত্র থেকেও ছাঁটাই হয়েছেন বহু মানুষ, কারও কারও বেতন পর্যন্ত কমানো হয়েছে ।
এর মধ্যেই পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে উঠে এসেছে টেট এবং এসএসসি দুর্নীতির খবর। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি।
এবার মানিকের ঘনিষ্ঠ সহযোগী তাপস মণ্ডল জেরার মুখে স্বীকার করেন মানিক ভট্টাচার্য লোক পাঠিয়ে অফলাইনে নিবন্ধনের জন্য অর্থ সংগ্রহ করতেন। মহিষবাথানে তাপসের একটি অফিসে ওই লেনদেন হয়েছিল। তবে সেই টাকা মানিকের কোথায় গেল তা তিনি জানেন না। বুধবার, তাপস এই অফলাইন নিবন্ধন সংক্রান্ত আর্থিক লেনদেনের হিসাব দিতে ইডি-র অফিসে যায়।
সূত্র- জি নিউজ
টেট দুর্নীতি: প্রতি ছাত্রের থেকে ৫০০০ টাকা করে মোট ২১ কোটি টাকা সংগ্রহ, বিস্ফোরক স্বীকারোক্তি মানিক ঘনিষ্ঠের

মতামত দিন