বুধবার ঝাড়খণ্ডে একা ট্রেন অবরোধ করেন তুলবুল গ্রামের বাসিন্দা রঞ্জিত কুমার। তিনি চাকরি থেকে ছাঁটাই হওয়া এক যুবক। আউটসোর্সিং ভিত্তিতে বোকারোর তেনুঘাট থার্মাল পাওয়ার স্টেশনের সঙ্গে যুক্ত একটি কোডেক কোম্পানিতে কাজ করতেন। রঞ্জিত কুমারকে দুই মাস আগে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। চলতি বছরের ১৩ ডিসেম্বর তিনি কোম্পানিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তাঁর দাবি পূরণ না হলে তিনি আমরণ অনশন করবেন।
বুধবার, তিনি বোকারো নদীর উপর রেলওয়ে ওভারব্রিজের কাছে রেল ট্র্যাকে একটি লাল পতাকা লাগান। এর জেরে ডুমরি বিহার রেল স্টেশনে যাওয়ার মালগাড়ি প্রায় ৪৫ মিনিট আটকে যায়। অবশেষে রেলওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশ তাঁর সঙ্গে কথা বলে ট্র্যাক থেকে পতাকাটি সরিয়ে দেয়। এর পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সূত্র- ডেইজি ওয়ার্ল্ড
চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে রেল অবরোধ করলেন যুবক

মতামত দিন