নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার এমএসডিপি প্রকল্পে স্কুলভবন নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে স্কুলের মধ্যে ঢুকে ঠিকাদার সংস্থার কর্মীদের মারধোর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূলের লিয়াকত আলির অনুগামীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকালে এই ঘটনায় দেগঙ্গা চৌরাশি স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চৌরাশি হাই স্কুলের পরিচালন কমিটির সদস্য মহম্মদ আব্দুর রহিম পঞ্চায়েত সমিতির লিয়াকত আলির নাম না করে অভিযোগ করেন, তৃণমূল নেতার অনুগামীরা স্কুলের মধ্যে ঢুকে ঠিকা শ্রমিকদের মারধর করেছে। ঠিকা সংস্থার মালিক শশাঙ্ক চৌধুরি দেগঙ্গা থানায় অভিযোগ জানান।
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেট রয়েছে। এক গোষ্ঠী স্কুলের বিল্ডিং নির্মাণের সামগ্রী সরবরাহ করেছে। অপর গোষ্ঠী তা পারেনি এবং কাটমানির ভাগও পায়নি। এই কারণেই এই হামলা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
দেগঙ্গায় স্কুলে ঢুকে শ্রমিকদের মারধোর

মতামত দিন