নিজস্ব সংবাদদাতা: সর্বশিক্ষার অধীনে কর্মরত শিক্ষা মিত্র বা এডুকেশন ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। একই সঙ্গে তাঁদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বুধবার এই নির্দেশ দিয়েছেন। যাঁরা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন।
স্কুলছুটদের মূল শিক্ষায় ফিরিয়ে আনার দায়িত্ব মূলত শিক্ষা মিত্র বা এডুকেশন ভলান্টিয়ারদের। সর্বশিক্ষা মিশন প্রকল্পের অধীনে তাঁরা কাজ করতেন। ২০১৪ সালের পর তাঁদের ছাঁটাই করে সরকার। তার আগে থেকেই তাঁদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও কয়েকজন কাজ করে যাচ্ছিলেন বিনা পারিশ্রমিকে। তাঁদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা ও বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
শিক্ষা মিত্রদের বকেয়া মেটাতে নির্দেশ

মতামত দিন